পোষাক পরিচ্ছদ: মাদ্সার পোষাক বিধান মেনে চলা (সাদা রংয়ের জালি টুপি, অলিভ রংয়ের জুব্বা, ও পায়জামা)। মাদ্সার ক্লাস চলাকালীন সময়ে মাদ্রাসা কর্তৃক নির্ধারিত পোষাক ছাড়া কোন অবস্থাতেই প্রবেশ না করা। পোষাক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
অভিভাবকের জ্ঞাতার্থে: মাদ্সার পোষাকের যে বিধান রয়েছে তা প্রতিপালনের ক্ষেত্রে আপনার সহযোগীতা একান্ত কাম্য। পোষাকের গুনগত মান শিক্ষার্থীর শিক্ষা জীবনে সহায়ক ভূমিকা পালন করে। নোংরা পোষাক শিক্ষার্থীর চর্মরোগের অন্যতম কারণ।