masjidumarqa.org

অভিভাবক নির্দেশিকা ও অবগতি

 ১। পাঠদান ও উপস্থিতি: ছাত্রদের প্রতিদিনের ক্লাশে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হোন। সঠিক সময়ে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করুন। অনুপস্থিতি বা দেরির জন্য সঠিক কারণ উল্লেখ করে দরখাস্ত দিয়ে প্রশাসনিক কাজে সহায়তা করুন।

 । ড্রেস কোড: মাদ্রাসার নির্ধারিত ইউনিফর্ম পরিধান করার বিষয়ে বিশেষ খেয়াল রাখুন। বিশেষ কারণ ছাড়া ইউনিফর্ম ব্যাতিত মাদ্রাসায়/শ্রেণী কক্ষে প্রবেশের বাধ্য-বাধকতা মানতে শিক্ষার্থীকে উৎসাহিত করুন। নোংরা পোষাক পরিধান করানো থেকে বিরত থাকুন।

  • নিয়মিত গোসল করতে বাধ্য করুন।
  • দাঁত ব্রাশের অভ্যাসে অভ্যস্থ করুন।
  • বাসায় থাকাকালীন সময়ে হোমওয়ার্ক করছে কিনা বিশেষ খেয়াল রাখুন।
  • পাড়ার আড্ডাবাজ ছেলেদের সাথে মিশছে কিনা খেয়াল রাখুন।
  • সঠিক সময়ে সালাত পড়ছে কিনা খেয়াল করুন।
  • ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, টিভি) ইত্যাদি দেখার সুযোগ দেয়া থেকে বিরত থাকুন।

 

অভিভাবকগণের সাক্ষাতের সময়: প্রত্যাহ আসর সালাতের পর থেকে মাগরীব সালাতের পূর্ব পর্যন্ত অভিভাবকগণ ছাত্রদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। উল্লেখ্য ক্লাশ চলাকালীন সময়ে কোন অবস্থায় ছাত্রদের সাথে সাক্ষাৎ করা যাবেনা। তবে অফিস চলাকালীন সময়ে কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করা যাবে।

ছাত্রদের সাথে ফোনে কথা বলার সময়: রুটিন অনুযায়ী প্রত্যাহ আসর সালাতের পর থেকে মাগরীব সালাতের পূর্ব পর্যন্ত অভিভাবকগণ মাদ্‌রাসার অফিসের নির্ধারিত ফোন/মোবাইল নম্বরে ছাত্রদের সাথে কথা বলা যাবে। কোন অবস্থায় শিক্ষকগণের ব্যক্তিগত ফোন/মোবাইলে কল করা যাবেনা।

 মাদ্‌রাসা কর্তৃপক্ষের সাথে ফোন করার সময়

মাদ্‌রাসার কর্তৃপক্ষের সাথে ফোন/মোবাইলে যোগাযোগ করার সময় প্রত্যাহ সকাল ০৯:০০ থেকে রাত ০৯:০০ পর্যন্ত। উল্লেখ্য জরুরী প্রয়োজনে প্রিন্সিপাল মহোদয়ের ফোন/মোবাইলে কথা বলা যাবে।

ছুটি কালীন সময়ে বাড়িতে করণীয়:

  • আদব-আখলাকের প্রতি খেয়াল রাখা।
  • টেলিভিশন দেখা, কম্পিউটার/ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার থেকে দূরে রাখা। বিশেষত: স্মার্ট ফোন থেকে দূরে রাখা।
  • নিয়মিত সালাত আদায় করছে কিনা তার প্রতি খেয়াল রাখা।
  • পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মিশছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখা।
  • ছাত্রদের সার্বিক উন্নয়নের বেলায় প্রতিষ্ঠানের সাথে সার্বিক যোগাযোগ রাখা। এবং
  • ছাত্রদের সু-স্বাস্থ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা।

 অভিভাবক হিসেবে ভূমিকা

যোগাযোগ: নিয়মিত মাদ্রাসারর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখুন। আপনার সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে আপডেট রাখুন।

 সহযোগিতা: শিক্ষার প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। বাসায় পড়াশোনায় সাহায্য করুন এবং সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করুন।

অভিভাবক সমাবেশের সময়সূচি: ত্রৈমাসিক একটি  করে অভিভাবক  মিটিং অনুষ্ঠিত হবে। সময়সূচি মাদ্‌রাসা ওয়েবসাইট/নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

সমাবেশের উদ্দেশ্য: শিক্ষার্থীদের অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নের পর্যালোচনা, সমস্যার সমাধান এবং অভিভাবকদের মতামত গ্রহণ করা।